দুঃসপ্ন

রাত শুধুই কালো হয়ে আসছে,
স্বপ্ন গুলো কেবল হারিয়েই যাচ্ছে
হায়েনারা দলভারি হচ্ছেই
লুটেরারা নতুন আয়োজনে মাতছেই

তারাগুলো ঢেকে গেছে মেঘে মেঘে
শ্বাপদে শ্বাপদে পথগুলো গেছে ঢেকে
ভ্যাম্পায়ারগুলো বেরিয়ে পড়ছে দলে দলে
ধাড়ালো দাঁতে, নতুন বুকের তাজা রক্তের খোঁজে

চারিদিকে বোবা কান্না আর চাপা চাপা শোক
ক্ষুনিরা উল্লাসে মেতেছে, নরমুন্ড নিয়ে
ওদের লাল চোখের জিঘাংসার আগুনে
মানবতা জ্বলছে

আমরা নিরো রা বাঁশি বাজিয়েই চলছি
দেশটার সাথে তাই শুধু জ্বলছি
দালাল কুশিলব রা ফিকিরে ব্যাস্ত
পারলে কাবাব দেশটা গিলে খাবে আস্ত

মানবতাবাদি মানবদরদি মুখে সাটার টেনে দিয়েছে
কেননা অনেক আগেই ওরা পতিতাদের মত নিজেদের বিকিয়েছে
বিবৃতিজিবি কিংবা বুদ্ধিজবি ওরা তো আরো অনেক আগেই
মাথাটার সাথে গতরটাও বিকিয়েছে কড়া দামেই

মিডিয়াগুলো আরো এগিয়ে বহুজাতিক রুটির টানে
হায়েনাদের মাথায় তুলে চলছে সন্মুখ পানে
সমাজকর্মিরা বিজি বেশি পা চাটতে
যদি জোটে আরো বেশি নিজের পাতে



সব কিছু যেন লন্ডভন্ড ভস্বিভুত
নতুণ কোন আশা নেই,স্বপ্নেরা আগেই পরাভুত
অপশক্তি বিজয়ি আজ বিজিত আমার দেশ
খেয়ে গেছে সব কিছু হায়েনারা,করেছে নিঃশেষ

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments: