এই হাত দু’টো কবিতা লেখার জন্য সৃষ্টি হয়নি

এই হাত দু’টো কবিতা লেখার জন্য সৃষ্টি হয়নি।
এই মস্তিষ্ক কখনো বুদ্ধিবিক্রীর বেশ্যাবৃত্তি করতে চায়নি।
এই মনটা চেয়েছিল নির্ঝঞ্জাট একটা কর্মজীবী জীবন।
হাতুড়ী-বাটাল বা অতি সাধারণ আর কোন যন্ত্রপাতি
ব্যবহারে, নিতান্তই ছা-পোষা জীবিকার কোন আয়োজন।
মনটা চেয়েছিল, প্রকৃতির মাঝে একাকী, নিভৃত, একটা জীবন।

কিন্তু কোলাহোল থেকে বেঁচে থাকা আর হলো না -

অগত্যা কলম ধরতেই হলো, নাহলে বন্দুক ধরতে হতো।
যারা কথা কইতে জানতো, আর সত্যিই কিছু করতে পারতো,
তারা যখন প্রাপ্তির নেশায় চুর - ব্যস্ত টাকা-আনা-পাইয়ের হিসাবে।
তখন তাকেই হাতিয়ার তুলে নিতে হয়, যে ছিল পেছনের সারিতে -
মুখচোরা, একেবারেই আড়ালে থাকতো যে, তাকেই মুখর হতে হলো।
মুনাফিক্বির বিপরীতে সোচ্চার প্রতিবাদের শাব্দিক প্রয়াসে!
কতগুলো মানুষ যা বলে তা করে না, কিংবা যা করে তা বলেও না -
অথচ প্রতিবেশের তাবদ মানুষকে তারা "শ্রমিক-পিঁপড়া” জ্ঞান করে।
বুদ্ধি আর কথা বিক্রী করা বিনা পুঁজির ব্যবসার দাপটে -
সারা পৃথিবীকে পদানত রাখতে চায় তারা। কথার মারপ্যাঁচ আর
দ্ব্যর্থতায় - গণমানুষকে বোকা বানায় তারা প্রতিবার, বার বার।
তাদেরই রুখতে এই হাত দু’টো হাতুড়ি-বাটাল ছেড়ে কলম ধরেছে।
তাদেরই রুখতে এই হাত দু’টো অবশেষে কবিতাও ধরেছে!!

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

নাগরিক বনকন্যা

সকালে ঘুম থেকে উঠে, বাইরে আসলাম, রাস্তায়।
কেউ একজন দাঁড়িয়ে, হয়ত কারো অপেক্ষায়।
সুললিত কণ্ঠ, পথিক তুমি কি পথ হারাইয়াছ?
-হারাবো কোথায়, আমিতো দেই নি এখনো পদক্ষেপ
দাঁড়িয়ে গোড়ায়, নিজ দূয়ারের।
পষ্ট করে দেখি…ওমা, চোখে জিজ্ঞাসা, অপরূপ সুন্দরী,
-ও হ্যাঁ, মাত্র হারালাম…সবই, স্থানু আমি।

বৃষ্টির ছাট, নর্দমা আর জমে থাকা বরষা, একাকার।

কার্নিশের আশ্রয়ে ভেজা কাক নয়, আমার কল্পনার বনকন্যা।
আবার পথে নামে নাগরিক বন-দুহিতা।
এক হাতে টিফিন কেরিয়ার, আরেক হাতের তালুকে বানিয়ে ছাতা।

এক ইট দুই ইট লাফিয়ে, পৌঁছি গলির মোড়ে

কপালকুণ্ডলা এখানে দাঁড়িয়ে, একটু তোলা পাজামা
কৃতজ্ঞতা বর্ষা তোমায়, উঁকি দেয় উন্মুক্ত সুডৌল পা
মেঘের উপঢৌকনে, নাকি অন্তরের নির্যাসে
গাল দু’খানি ভেজা ভেজা।

নাগরিক মূল্যবোধের তাড়া, নিচতলা-উপরতলা বৈষম্য

পাছে লোকে কিছু বলে-মানসিক বৈকল্য
কল্পনায় আলাপচারিতাই শুধু, হয়না হাত দু’টো ধরা
কিংবা পাশাপাশি খানিকটা পথচলা!

ওয়াটারপ্রুফ বর্ষাতি ভেদ করে ভিজি আমি একেলা

যেমন সড়ক দ্বীপের টোকাই শিশুরা, গা খোলা।

ভেজা আকাশ কুসুম স্বপ্ন তাড়িয়ে,

শুকনো বাস্তবে ভাদ্দুরে গরমে কাঁপি।
বদ্ধ জলের শহরে হিমু নই, নবকুমার আমি
কাজ ফেলে শুধুই, ছপাত ছপাত হাঁটি।

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

এমন তো কথা ছিল না

কথা ছিল তুমি ফুল তুলে আনবে, তোমার ঐ লাউ-ডগা আঙ্গুলে
তুমি ফুল তুলে আনবে ৷ একটি বা দু’টি গোলাপ কিংবা গন্ধরাজ ৷
কথা ছিল তোমার সরু আর জীবন্ত আঙ্গুলগুলো, সস্নেহে বিলি কাটবে
মা বা অগ্রজার চুলে, কোন অলস দ্বিপ্রহরে বা শীতের শেষ সকালে ৷
কথা ছিল তুমি স্বপ্ন দেখবে, সত্যি স্বপ্ন, স্বপ্ন হলেও যা সত্যি -
এমন কিছু নয় সাদা-মাটা স্বপ্ন, বয়ঃসন্ধিতে যা সকলেই দেখে থাকে ৷
যে স্বপ্নের দাবীও যৎসামান্য, ধরার জন্য দু’টি শক্ত হাত,
শত বিঘা জমি নয়, শুধু পুরুষ-বুকের এক টুকরা জমিন ৷
ঝড়-ঝঞ্জায় বা আবেগে নিভৃতে কেবল নিজের মুখটুকু রাখার মত
একান্ত নিজস্ব, পুরুষ-বুকের এক টুকরা জমিন ৷

আরো কথা ছিল তুমি হবে ধরিত্রীর মতো, একই অঙ্গে তোমার

অনেক রূপ থাকবে - গ্রীস্ম, বসন্ত, শরৎ হেমন্ত সবই থাকবে ৷
ধরিত্রীর মতই তুমি হবে সকল উত্তাপ হরণকারিনী শীতল আশ্রয় -
তোমার একান্ত আপন সকলের নিভৃত আশ্রয় ও সীমিত প্রশ্রয় ৷
তবু, কথা ছিল তুমি হবে মখমলের পুটলিতে সযত্নে তুলে রাখা
আতরের মত - নিজের সুগন্ধ ছড়াবে কেবল একজনের জন্য
যে তোমাকে সযত্নে, কোমল মখমলে মুড়ে রাখবে - আর যখনি ইচছা
বা অবকাশ হবে, মোড়ক খুলে তোমায় দেখবে অমূল্য রত্ন ভেবে ৷

কিন্তু তা হলো না, তুমি ভুল স্বপ্ন দেখলে, একটুকরো ঘরের কোণ নয়,

তুমি ভুল স্বপ্ন দেখলে গোটা পৃথিবীর ৷ এমন তো কথা ছিল না!
পুরুষ-বুকের ছোট্ট এক টুকরা জমিন নয়, তুমি স্বপ্ন দেখলে
শত শত বিঘা জমির ৷ এমন তো কথা ছিল না!
মখমলে মুড়ে রাখা আতর হতে চাইলে না তুমি, বরং হতে চাইলে
দুর্গন্ধ ঢেকে রাখা স্প্রে ৷ এমনও তো কথা ছিল না!

তুমি আজ যোদ্ধা বা বৈমানিক - বাস চালক বা মাথায় সুড়কি বওয়া যোগালী,

তুমি ক্যাট-ওয়াকে হাঁটা নির্লজ্জ উর্বশী ৷ কিন্তু এমন তো কথা ছিল না!
তুমি পেশাজীবি মহিলা-নিবাসে নির্ঘুম রাত কাটানো মধ্য-যৌবনা সিঙ্গ্‌ল
অথবা হাল জমানার বদমায়েশদের গোপন অভিলাষের "আপু”৷
তুমি আরো অনেক কিছুই, শুধু স্বভাবতই যা হবার কথা ছিল তা ছাড়া ৷
গোটা পৃথিবীই আজ বুঝি তোমার, কেবল ঘরের ঐ ছোট্ট কোণটুকু ছাড়া ৷

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

তুই


তুই না থাকা মানে
জীবনটা টলটলে শান্ত দিঘী
সূক্ষ্ম তীরতীর করে
কষ্টের বয়ে চলা স্রোত থাকে
কিন্তু ঝড় ওঠেনা



তুই থাকা মানে
জীবনটার উন্মত্ত সমুদ্র হয়ে ওঠা
চারপাশটাকে তছনছ করে দেয়াই
তখন যেন একমাত্র লক্ষ্য



তুই না থাকা মানে
তোর জন্যে বুকের গভীরে
রিনরিনে ব্যথার অনুভব
তোকে ছুঁতে না পারার
হাহাকারপূর্ন হৃদয়



তুই থাকা মানে
এক আকাশ অন্ধকার
পৃথিবী জুড়ে তোর অবহেলার
দাম্ভিক পদধ্বনি



তুই না থাকা মানে
সব হারিয়ে অনেককিছু পাওয়া
তুই থাকা মানেই
তোর পাশে বসে একা হয়ে যাওয়া

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

যা চাই তা নাই বা দিলে

কবিতা টি এফ এম রেডিও থেকে শোনা , আমার অনেক ভালো লেগেছে আপনাদের ও অনেক ভালো লাগবে আশা করি....................




যা চাই তা নাই বা দিলে...

কষ্ট গুলো জমা থাক মনের ঘরে,

শুধু স্বপ্ন গুলো দেখার দুটো চোখ দিও...

আজ অন্ধকার ঘরে বন্দি আমি,
আলোর পথ খুজতে না জানি
শুধু দিও স্বপ্নে ভরা মন খানি...

স্বপ্ন বাস্তব করার কৌশোল না জানি,

মনে মনে ক্ষুব্ধ আমি, তিক্ত আমি......
জীবনের মানে কি? তা না জানি,

সুখ খুজতে খুজতে হতাশ আমি,

কোথায় কিনারা তাও না জানি...

মনে মনে প্রশ্ন জাগে কে আমি ? কি আমি?


এসেছি শুধু কাদতে, না পারি বেশি হাসতে


হাসার অধিকার যে নেই

তা কি পেরেছি বুঝতে

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

দুঃসপ্ন

রাত শুধুই কালো হয়ে আসছে,
স্বপ্ন গুলো কেবল হারিয়েই যাচ্ছে
হায়েনারা দলভারি হচ্ছেই
লুটেরারা নতুন আয়োজনে মাতছেই

তারাগুলো ঢেকে গেছে মেঘে মেঘে
শ্বাপদে শ্বাপদে পথগুলো গেছে ঢেকে
ভ্যাম্পায়ারগুলো বেরিয়ে পড়ছে দলে দলে
ধাড়ালো দাঁতে, নতুন বুকের তাজা রক্তের খোঁজে

চারিদিকে বোবা কান্না আর চাপা চাপা শোক
ক্ষুনিরা উল্লাসে মেতেছে, নরমুন্ড নিয়ে
ওদের লাল চোখের জিঘাংসার আগুনে
মানবতা জ্বলছে

আমরা নিরো রা বাঁশি বাজিয়েই চলছি
দেশটার সাথে তাই শুধু জ্বলছি
দালাল কুশিলব রা ফিকিরে ব্যাস্ত
পারলে কাবাব দেশটা গিলে খাবে আস্ত

মানবতাবাদি মানবদরদি মুখে সাটার টেনে দিয়েছে
কেননা অনেক আগেই ওরা পতিতাদের মত নিজেদের বিকিয়েছে
বিবৃতিজিবি কিংবা বুদ্ধিজবি ওরা তো আরো অনেক আগেই
মাথাটার সাথে গতরটাও বিকিয়েছে কড়া দামেই

মিডিয়াগুলো আরো এগিয়ে বহুজাতিক রুটির টানে
হায়েনাদের মাথায় তুলে চলছে সন্মুখ পানে
সমাজকর্মিরা বিজি বেশি পা চাটতে
যদি জোটে আরো বেশি নিজের পাতে



সব কিছু যেন লন্ডভন্ড ভস্বিভুত
নতুণ কোন আশা নেই,স্বপ্নেরা আগেই পরাভুত
অপশক্তি বিজয়ি আজ বিজিত আমার দেশ
খেয়ে গেছে সব কিছু হায়েনারা,করেছে নিঃশেষ

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ıllıllı мy ғιrѕт вlog poѕт ıllıllı

Dis iz my first blog post.

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS