তুই


তুই না থাকা মানে
জীবনটা টলটলে শান্ত দিঘী
সূক্ষ্ম তীরতীর করে
কষ্টের বয়ে চলা স্রোত থাকে
কিন্তু ঝড় ওঠেনা



তুই থাকা মানে
জীবনটার উন্মত্ত সমুদ্র হয়ে ওঠা
চারপাশটাকে তছনছ করে দেয়াই
তখন যেন একমাত্র লক্ষ্য



তুই না থাকা মানে
তোর জন্যে বুকের গভীরে
রিনরিনে ব্যথার অনুভব
তোকে ছুঁতে না পারার
হাহাকারপূর্ন হৃদয়



তুই থাকা মানে
এক আকাশ অন্ধকার
পৃথিবী জুড়ে তোর অবহেলার
দাম্ভিক পদধ্বনি



তুই না থাকা মানে
সব হারিয়ে অনেককিছু পাওয়া
তুই থাকা মানেই
তোর পাশে বসে একা হয়ে যাওয়া

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

যা চাই তা নাই বা দিলে

কবিতা টি এফ এম রেডিও থেকে শোনা , আমার অনেক ভালো লেগেছে আপনাদের ও অনেক ভালো লাগবে আশা করি....................




যা চাই তা নাই বা দিলে...

কষ্ট গুলো জমা থাক মনের ঘরে,

শুধু স্বপ্ন গুলো দেখার দুটো চোখ দিও...

আজ অন্ধকার ঘরে বন্দি আমি,
আলোর পথ খুজতে না জানি
শুধু দিও স্বপ্নে ভরা মন খানি...

স্বপ্ন বাস্তব করার কৌশোল না জানি,

মনে মনে ক্ষুব্ধ আমি, তিক্ত আমি......
জীবনের মানে কি? তা না জানি,

সুখ খুজতে খুজতে হতাশ আমি,

কোথায় কিনারা তাও না জানি...

মনে মনে প্রশ্ন জাগে কে আমি ? কি আমি?


এসেছি শুধু কাদতে, না পারি বেশি হাসতে


হাসার অধিকার যে নেই

তা কি পেরেছি বুঝতে

Read Comments
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS