তুই


তুই না থাকা মানে
জীবনটা টলটলে শান্ত দিঘী
সূক্ষ্ম তীরতীর করে
কষ্টের বয়ে চলা স্রোত থাকে
কিন্তু ঝড় ওঠেনা



তুই থাকা মানে
জীবনটার উন্মত্ত সমুদ্র হয়ে ওঠা
চারপাশটাকে তছনছ করে দেয়াই
তখন যেন একমাত্র লক্ষ্য



তুই না থাকা মানে
তোর জন্যে বুকের গভীরে
রিনরিনে ব্যথার অনুভব
তোকে ছুঁতে না পারার
হাহাকারপূর্ন হৃদয়



তুই থাকা মানে
এক আকাশ অন্ধকার
পৃথিবী জুড়ে তোর অবহেলার
দাম্ভিক পদধ্বনি



তুই না থাকা মানে
সব হারিয়ে অনেককিছু পাওয়া
তুই থাকা মানেই
তোর পাশে বসে একা হয়ে যাওয়া

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments: